আজকে আমাদের আলোচনার বিষয় চারু ও’ কারুকলা প্রথম অধ্যায় নমুনা প্রশ্ন
চারু ও’ কারুকলা প্রথম অধ্যায় নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন
১। মেগালিথ পাথর কোথায় পাওয়া গেছে?
ক. ফরিদপুর
খ. জয়ন্তীয়াপুর
গ. নারায়ণগঞ্জ
ঘ. মুন্সীগঞ্জ
২। নিচের কোনগুলো লোকশিল্প ?
ক. নকশিকাঁথা, পোড়ামাটির হাতি, মাটির হাঁড়ি
খ. মাটির হাঁড়ি, মাটির কলস, নকশিকাঁথা
গ. শখের হাঁড়ি, কাঠের পুতুল, নকশিকাঁথা
ঘ. উপরের সবগুলো
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১। লোকশিল্পীদের শিল্পকর্মের পাঁচটি উদাহরণ দাও ।
২। কারুশিল্পীদের শিল্পকর্মের পাঁচটি উদাহরণ দাও ।
৩। চারু ও কারুশিল্পীরা উপার্জন ও সৌন্দর্যবর্ধনের জন্য কাজ করে চলেছেন এমন দশটি বিষয় ও সংস্থানের নাম লেখ ।
৪। বাঙলা অঞ্চলের বা বাংলাদেশের প্রাচীন শিল্পকলার বিবরণ সংক্ষেপে বর্ণনা কর।
৫। কষ্টিপাথরের মূর্তি, পোড়ামাটির-ফলক ও শিলালিপি কেন প্রাচীন-শিল্পকলা হিসেবে টিকে আছে? বর্তমানে এগুলো কোথায় সংরক্ষিত রয়েছে?
৬। মাটি খুঁড়ে কোন প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়েছে? যে কোনো ২টি জনপদ ধ্বংস হওয়ার কারণ বর্ণনা কর ।
৭। কালো পাথরের ভাস্কর্য সম্পর্কে সংক্ষেপে লেখ ।
৮। জাদুঘরে বা অন্য কোনো স্থানে পোড়ামাটির ফলক দেখে থাকলে তার বিবরণ দাও ।
৯। নিচে উল্লেখিত যে কোনো একটি স্থান পরিদর্শন করে থাকলে তোমার অভিজ্ঞতা বর্ণনা কর ।
ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর, ষাটগম্বুজ মসজিদ, কান্তজির মন্দির, বাঘা মসজিদ, পুঠিয়ার রাজবাড়ি মন্দির, তারা মসজিদ।
১০ । প্রাচীন-শিল্পকলাগুলো কেন ঐতিহ্যবাহী সে সম্পর্কে তোমার অভিমত ব্যাখ্যা কর ।
আরও দেখুন :