আজকে আমাদের আলোচনার বিষয় চারু ও কারুকলা সপ্তম অধ্যায় নমুনা প্রশ্ন
চারু ও কারুকলা সপ্তম অধ্যায় নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন
১। চীনা মাটির তৈরি সুন্দর সুন্দর জিনিসপত্র ও বাসন কোসন তৈরি হয় কী দিয়ে?
ক. মাটি
খ. বিশুদ্ধ সাদা মাটি
গ. সাদা সিমেন্ট
ঘ. সাদা প্লাস্টার
২। প্রাচীন শিল্পকর্মে আমরা বেশিরভাগ কোন নিদর্শন দেখতে পাই?
ক. পোড়ামাটির ফলকচিত্র
খ. মাটির তৈরি ফুলদানি
গ. পোড়ামাটির পাত্র
ঘ. মোজাইক চিত্র
৩। ফেলনা জিনিস দিয়ে কী তৈরি করা যায়?
ক. মাটির পুতুল
খ. শিল্পকর্ম
গ. পোস্টার
ঘ. সূচিশিল্প
৪। পাতলা কাঠ কেটে নকশা নির্মাণের জন্য অতি সরু যে করাত ব্যবহার করা হয় তার নাম কী ?
ক. ‘হ্যাক-স্য’
খ. ‘হ্যান্ড-স্য’
গ. ‘ফ্রেট-স্য’
ঘ. সাধারণ করাত
৫। প্রাথমিক পর্যায়ে পুতুল তৈরির জন্য সবচেয়ে উপযোগী কাঠ কোনটি?
ক. শাল ও গজারি
খ. শিল, কড়ই
গ. গর্জন ও লোহাকাঠ
ঘ. শিমুল ও কদম
৬। তুরপুন সাধারণত কোন কাজে ব্যবহার হয়?
ক. গাছকাটা
খ. কাঠ চেরা
গ. ছিদ্র করা
ঘ. বাঁকা করা
ব্যবহারিক
১। কাপড় ও পিচবোর্ড দিয়ে তোমার পছন্দমতো দেয়ালে ঝোলানোর উপযোগী একটি পুতুল তৈরি কর।
২। কাপড় ও পিচবোর্ড দিয়ে একটি হাতি তৈরি কর।
৩। খুব সহজ পদ্ধতিতে তোমার পছন্দমতো একটি কাঠের পুতুল তৈরি কর।
৪। মাটির স্ল্যাব দিয়ে একটি সুন্দর নকশা বা ফলক তৈরি কর।
৫। মাটির একটি ফুলদানি তৈরি কর ।
৬। মাটি দিয়ে একটি শহিদমিনার তৈরি কর ।
৭। ফেলনা উল বা পাটের আঁশ দিয়ে একটি হাঁসের ছানা তৈরি কর ।
৮। কদবেলের খোলস দিয়ে একটি খেলনা তৈরি কর।
রচনামূলক
১। বোর্ড কাগজ ও কাপড় দিয়ে একটি পুতুল তৈরি করার সহজ পদ্ধতি বর্ণনা কর ।
২। বোর্ড কাগজ ও কাপড় দিয়ে একটি হাতি তৈরির সহজ পদ্ধতি বর্ণনা কর ।
৩। কাঠ দিয়ে একটি পাখি তৈরি করার পদ্ধতি বর্ণনা কর ।
৪। মাটি দিয়ে একটি নকশাফলক তৈরির পদ্ধতি বর্ণনা কর।
৫। মাটি দিয়ে একটি ফুলদানি তৈরির পদ্ধতি বর্ণনা কর ।
৬। ফেলনা পাট বা উল দিয়ে তারের সাহায্যে একটি ফুল তৈরির পদ্ধতি বর্ণনা কর ।
আরও দেখুন :